এলাকায় খেলাধুলার মান উন্নয়নের স্বার্থে আসানসোল পুরসভার উদ্যোগে পুরসভার অন্তর্ভুক্ত ক্লাবগুলিকে সোমবার ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়৷ এদিন ৪২৪টি ক্যারম বোর্ড ও ৬৩৬টি ক্রিকেট ব্যাট ও বল প্রদান করা হয় বিভিন্ন ক্লাবকে৷
ক্লাবগুলিকে ক্রীড়া সরঞ্জাম বিতরণের সাথে সাথে পুরসভার পক্ষ থেকে আগামী দিনে এলাকা ভিত্তিক বিভিন্ন খেলাধুলার প্রতিযোগীতা আয়োজনের ব্যাপারে আশ্বাস দেন মেয়র৷ যুব ও ক্রীড়া দপ্তরের এমআইসি অভিজিৎ ঘটক বলেন, পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগ এলাকা ভিত্তিক ক্রীড়ার মান উন্নয়ন ঘটাবে৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার মেয়র জিতেন্দ্র তেওয়ারি, চেয়ারম্যান অমর নাথ চ্যাটার্জী, এমআইসি অভিজিৎ ঘটক, দিব্যেন্দু ভগত সহ আরও অনেকে ৷
Like Us On Facebook