কলেজে ৭৫ শতাংশ উপস্থিতি না থাকলে পরীক্ষায় বসতে পারবে না। কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল ছাত্রীরা। ঘটনা আসানসোলের রানিগঞ্জ গার্লস কলেজে। কলেজ সূত্রে জানা গেছে, ছাত্রীদের ৭৫ শতাংশ উপস্থিতি না থাকলে এবছর পরীক্ষায় বসতে পারবে না। সোমবার এই সিদ্ধান্তের প্রতিবাদে কলেজের মুল গেট বন্ধ করে বিক্ষোভ দেখায় ছাত্রীরা। তাদের দাবি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে পরীক্ষায় বসতে দিতে হবে। দাবি না মানলে আন্দোলন চলবে বলে জানিয়েছে আন্দোলনরত ছাত্রীরা।
জানা গেছে, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কলেজে পরীক্ষা। ৭৫ শতাংশ হাজিরা না থাকায় কলেজের প্রায় ৪০ শতাংশ ছাত্রী পরীক্ষায় বসতে পারবে না। কলেজের অধ্যক্ষা জানিয়েছেন, ছাত্রীরা ঠকমত ক্লাস করলে জুলাই মাসে তাদের জন্য একটি অন্তর্বর্তীকালীন পরীক্ষার ব্যবস্থা করা হবে। তিনি সাফ জানিয়েছেন নিয়ম অনুযায়ী ৭৫ শতাংশ হাজিরা না থাকলে ছাত্রীদের ফাইনাল পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না।
ছাত্রীরা জানায়, রানিগঞ্জে অশান্তি সহ বাসের সমস্যার কারণে তারা ঠিকমত ক্লাস করতে পারে নি। বিক্ষোভরত ছাত্রীদের বক্তব্য তাদের পরীক্ষায় বসতে না দেওয়া হলে কাউকেই পরীক্ষায় বসতে দেওয়া হবে না।