যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে আসানসোল-শিয়ালদা ইন্টারসিটির পর এবার আসানসোল-বর্ধমান এমইএমইউ কোচকে নতুন সাজে সাজিয়ে তোলা হল। বুধার আসানসোল স্টেশনে পুর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম পিকে মিশ্র ও এমইএমইউ শেডের দুই সিনিয়র কর্মী সবুজ পতাকা নাড়িয়ে নব সাজে সজ্জিত আসানসোল-বর্ধমান লোকালের(৬৩৫২০) যাত্রার শুভ সূচনা করলেন।

এদিন দুপুর ২টো ০৫ নাগাদ আসানসোল থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওনা হয় এই রেকটি। এই এমইএমইউ রেকটির কামরাগুলিকে নতুনভাবে রঙ করার পাশাপাশি লাগানো হয়েছে এলইডি লাইট, নতুন ফ্যান, যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সিটগুলিও বদলে ফেলা হয়েছে। বসানো হয়েছে আধুনিক বায়ো টয়লেট। মেঝেয় পাতা হয়েছে বিশেষ ধরণের ম্যাট। কামরাগুলির ভিতরের অংশ বিভিন্ন ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। ট্রেনের কামরায় থাকছে মোবাইল চার্জিং পয়েন্টও। ট্রেনের নম্বর, গন্তব্য সহ ট্রেনের সামনে এবং পিছনে থাকছে এলইডি ডিসপ্লে বোর্ড।

এদিন নতুনভাবে সাজিয়ে তোলা ট্রেনটিকে যাত্রীদের সেবায় উৎসর্গ করে ডিআরএম পিকে মিশ্র বলেন, লোকাল ট্রেনেও যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এই এমইএমইউ রেকটিকে আসানসোলের এমইএমইউ শেডের কর্মীরা নতুনভাবে সাজিয়ে তুলেছেন। আমি এমইএমইউ শেডের কর্মীদের অনুরোধ করেছি প্রতি মাসে ২টি করে এমইএমইউ ট্রেনকে যাত্রী স্বাচ্ছন্দ্যে নতুন ভাবে সাজিয়ে তোলার জন্য।

Like Us On Facebook