সিপিএম, কংগ্রেস ও বিজেপি একদিকে আর তৃণমূল কংগ্রেস একাই একদিকে লড়াই করছে। মানুষের আশীর্বাদ নিয়েই দুর্গাপুর পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিতবে। রবিবার দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলার পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস এই দাবি করেন। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিতর্কিত কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল সম্পর্কে অরূপ বাবু নাম না করে বলেন, রুমা পাড়িয়াল তৃণমূলের প্রার্থী। স্বাভাবিক ভাবে উনি স্ত্রীর জয়ের জন্য প্রচার করতেই পারেন। উদাহরণ টেনে বলেন দেশের জন্য সার্বিকভাবে তৃণমূল ও কংগ্রেস যদি ভোটাভুটিতে অংশ নিতে পারে তাহলে স্ত্রীর জন্য কংগ্রেস বিধায়ক প্রচার কেন করতে পারবে না বলে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন সাংবাদিকদের অরুপবাবু এদিন।
নির্দল প্রার্থীদের সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দেন অরূপবাবু। ৩৪ বছরের সিপিএম সরকারের উন্নয়নের সঙ্গে তুলনা টেনে তৃণমূলের সাফল্যের খতিয়ান তুলে ধরে দুর্গাপুর পৌর নির্বাচনে এর প্রভাবে বিরোধীদের হার মানিয়ে জয় নিশ্চিত দাবি করেন অরূপ বিশ্বাস। রবিবার দুর্গাপুরে আসন্ন পৌর নির্বাচনের হালহকিকৎ জানতে অরূপবাবু দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের মহকুমা কার্য্যালয়ে আসেন। এদিন পৌর নির্বাচনে তৃণমূলের জয়ের জন্য দলীয় কর্মীদের উৎসাহিত করে পৌর নির্বাচনে সংঠনের দায়িত্বপ্রাপ্তদের বুথভিত্তিক দায়িত্ব বুঝিয়ে দেন। অরূপ বাবু ছাড়াও মন্ত্রী স্বপন দেবনাথ, দুর্গাপুর শিল্পাঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম মুখার্জী, আসানসোলের মেয়র জীতেন্দ্র তেওয়ারি, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূলের জেলার শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।