২৫ এপ্রিল দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা হওয়ার কথা। তার আগেই সোমবার সকালে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের প্রার্থী মমতাজ সংঘমিতা চৌধুরীর সমর্থনে রাজ্যের মন্ত্রী তথা বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস রোড শো করলেন। ঢাক, ঢোল, কাঁসর, ব্যান্ড পার্টি সহযোগে বিশাল বর্ণাঢ্য মিছিল সিটি সেন্টারে শুরু হয়ে স্টিল টাউনশিপ হয়ে আমরাই গ্রামে শেষ হয়। বিকেলে ফের আমরাই থেকে মিছিল শুরু হয়ে লিঙ্ক রোড হয়ে গোপালমাঠে শেষ হওয়ার কথা।
রোড শো চলাকালীন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের জেলার পর্যবেক্ষক অরূপ বিশ্বাস বলেন, ‘তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনই পাচ্ছে এবিষয়ে কোন সন্দেহ নেই।’ অরূপবাবু এদিন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার নাম না নিয়েই তীব্র আক্রমণ করে বলেন, ‘দার্জিলিংয়ে বিভেদ সৃষ্টিকারী, দার্জিলিং খণ্ডিত করার চক্রান্তকারী দার্জিলিংয়ের মানুষকে ধোঁকা দিয়ে এখন বর্ধমান-দুর্গাপুর আসনে ভোট চাইতে এসেছে। বিজেপির স্বরূপ মানুষ দেখে নিয়েছে। তাই বাংলা বিজেপি নয়, তৃণমূল কংগ্রেসেই ভরসা রাখবে।’
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?