১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পটভূমি নিয়ে ১০ নভেম্বর থেকে দুর্গাপুরে হিন্দি ছবির শুটিং শুরু হবে। দুর্গাপুরের ভগ্নপ্রায় আবাসন সংনগ্ন ময়দানে তার প্রস্তুতি প্রায় শেষ পর্বে। ছবিটি ‘রায় কাপুর’ ফিল্মসের প্রযোজনায় শুরু হচ্ছে বলে জানা গেছে। ছবির নাম পিপ্পা। নির্দেশনায় থাকছেন রাজা কৃষ্ণ মেনন। এই ছায়াছবির মূখ্য ভূমিকায় অভিনয় করছেনইশান খট্টর, ম্রুণাল ঠাকুর এবং প্রিয়াংশু পেইনিউলি।
যেহেতু এই হিন্দি সিনেমাটি ১৯৭১ এর ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে, তাই সেনাবাহিনীর বিভিন্ন অস্ত্রশস্ত্র আনা হয়েছে ওই শুটিং ময়দানে। বিভিন্ন অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে কামান, ট্যাঙ্ক সহ ১৯৭১ সালের যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন সামরিক অস্ত্রশস্ত্র। হিন্দি ছায়াছবির শুটিং দুর্গাপুরকে বেছে নেওয়াকে কেন্দ্র করে দুর্গাপুরবাসীর মধ্যে বিপুল উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিন প্রচুর মানুষ শুটিং যে জায়গায় হবে সেখানে গিয়ে ভিড় জমাচ্ছেন। আগামী ১০ নভেম্বর থেকে শুটিং শুরু হবে বলে জানা গেছে।