সিপিএমের লাগামছাড়া সন্ত্রাসের প্রতিবাদে আউসগ্রাম তৃণমূল কংগ্রেস মঙ্গলবার আউসগ্রাম হাটতলা ময়দানে এক জনসভার আয়োজন করে। এই জনসভাকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম হয়।
এদিন জনসভার প্রধান বক্তা ছিলেন আউসগ্রাম এলাকার তৃণমূলের অবজারভার অনুব্রত মণ্ডল। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত বলেন, আউসগ্রামের মাটিতে কোন দাঙ্গা চলবে না, কোন অন্যায় করা যাবে না। উন্নয়ন করুন, উন্নয়নের জন্য কি করতে হবে তা আমাদের বলুন। তিনি আরও বলেন, যদি কেউ ভাবে তৃণমূলের পোর্টফোলিও নিয়ে দালালি করব তার জন্য কিন্তু লক-আপ। সরকারি সম্পত্তি নষ্ট করা যাবে না। সামনে পঞ্চায়েত ভোট। সকলের সঙ্গে ভাল ব্যবহার করুন। মানুষের পাশে থাকুন। আউসগ্রামের মটিতে কেউ ক্ষতি করতে চাইলে তাদের ছেড়ে কথা বলব না। আমরা উন্নয়ন দেখিয়ে জবাব দেব।