ডেঙ্গি সহ মশা বাহিত রোগ প্রতিরোধে দুর্গাপুর নগর নিগম দুর্গাপুরের বিভিন্ন এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় নোংরা আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে। নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ রাখি তেওয়ারির নেতৃত্বে দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে এলাকায় নিকাশি নালা পরিষ্কার, এলাকায় ব্লিচিং পাউডার ও মশা মারা স্প্রে চলছে সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে রক্ত পরীক্ষার ব‍্যবস্থা করা হয়েছে। মশা নিধনে পুর কর্মীদের সঙ্গে এলাকার নোংরা আবর্জনা পরিষ্কার করার উদ্যোগ নিয়েছে বিভিন্ন ক্লাবের সদস্যরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরাও। দুর্গাপুরের বেনাচিতির কমলপুর প্লটে রবিবার এলাকায় মশা বাহিত রোগ প্রতিরোধে মানুষকে অভয় দিতে মেয়র পারিষদ রাখি তেওয়ারির নেতৃত্বে এলাকায় নোংরা আবর্জনা পরিষ্কার করেন তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা। এদিন একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় কমলপুর প্লটে। প্রচুর মানুষ এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বাস্থ্য ও রক্ত পরীক্ষা করান। এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে মেয়র পারিষদ রাখি তেওয়ারি নিজের রক্ত পরীক্ষা করিয়ে শিবিরের উদ্ধোধন করেন।

Like Us On Facebook