আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সচেতনতা মূলক এক মিছিল বের করা হল মঙ্গলবার৷
এদিন বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা প্ল্যাকার্ড, পোস্টার নিয়ে মিছিলে যোগ দেয়৷ মিছিলটি আসানসোলের পোলো গ্রাউণ্ড থেকে শুরু হয়ে ভগত সিং মোড় ঘুরে শরৎ মঞ্চে এসে শেষ হয়৷ আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ সোমাত্মানন্দজী মহারাজ, মেয়র জিতেন্দ্র তিওয়ারি, পুলিশ কমিশনারেট লক্ষী নারায়ণ মীনা সহ আরও অনেকে এদিনের মাদক বিরোধী সচেতনতা মিছিলে পা মেলান৷ মিছিল শেষে শরৎ মঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এই অনুষ্ঠানে মেয়র বলেন, শহরের পুলিশের পক্ষ থেকে যে মাদক সেবন বিরোধী সচেতনতার বার্তা দেওয়া হল তা বজায় রাখতে শহরবাসীদের এগিয়ে আসতে হবে৷ একই সাথে আগামী দিনে যাতে আমাদের শহরকে মাদক বর্জিত এলাকায় পরিণত করা যায়, সে বিষয়ে আমাদের সচেষ্ট হতে হবে৷