প্রতি বছরের মতো এবারও কাঁকসা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। এদিন ১০০, ২০০, ৮০০ ও ১৬০০ মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প সহ বিভিন্ন ইভেন্টে স্কুলের প্রায় ২০০ ছাত্র-ছাত্রী অংশ নেয়।

কাঁকসা উচ্চ বিদ্যালয়ের খেলাধূলার জন্য বিশেষ নাম রয়েছে। খেলাধূলায় বিশেষ পারদর্শিতার জন্য এই স্কুলের অনেক ছাত্র-ছাত্রীর সরকারি বিভিন্ন পদে নিয়োগ হয়েছে। স্কুলের ক্রীড়া শিক্ষক ভবেশ কোনারের আক্ষেপ খেলাধূলার প্রতি ছাত্র-ছাত্রীদের আগ্রহ যেমন কমেছে তেমনই দর্শকদেরও খেলার মাঠে আসার আগ্রহ কমে গেছে। এদিন বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

Like Us On Facebook