দুর্গাপুর পুরসভার প্রথম মহিলা মেয়র হিসেবে শুক্রবার শপথ নিলেন অনিন্দিতা মুখার্জী। দিন কয়েক আগে দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্থি পদত্যাগ করেছিলেন। সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরা বৃহস্পতিবার ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জীকে মেয়র পদের জন্য সর্বসম্মতিক্রমে নির্বাচিত করেন। শুক্রবার সৃজনী সভাঘরে এক সংক্ষিপ্ত শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুর্গাপুর পুরসভার ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জী দুর্গাপুর পুরসভার প্রথম মহিলা মেয়র হিসেবে শুক্রবার দায়িত্ব ভার গ্রহণ করেন।

অনিন্দিতা মুখার্জীকে এদিন শপথ বাক্য পাঠ করান পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ। পাশাপাশি এদিন ডেপুটি মেয়র হিসেবে শপথ নিলেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। অনিন্দিতা মুখার্জীর শপথ গ্রহণঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধান উপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মকর্তারা। দুর্গাপুর পুরসভার সমস্ত কাউন্সিলর এবং প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল দুর্গাপুর পুরসভার প্রাক্তন মেয়র তথা অনিন্দিতা মুখার্জীর স্বামী অপূর্ব মুখার্জী প্রমুখ। তবে এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সদ্য পদত্যাগী মেয়র দিলীপ অগস্থি। দুর্গাপুরের প্রথম মহিলা মেয়র অনিন্দিতা মুখার্জী শপথগ্রহণের সঙ্গে সঙ্গে সৃজনী সভাঘরের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আনন্দ উল্লাসে মেতে উঠেন। আবীর খেলায় মাতেন দলীয় কর্মীরা। সবুজ রসগোল্লা বিতরণও করা হয়। অনিন্দিতাদেবী এদিন দায়িত্ব ভার গ্রহণ করেই দুর্গাপুর পুরসভার সমস্ত দফতরের কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, তারপর দুর্গাপুর পুরসভার মেয়রের চেয়ারে বসেন এবং দুর্গাপুরের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে চলার বার্তা দেন।

Like Us On Facebook