দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল এক দোকানদারের। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে অন্ডালের ডিভিসি মোড় এলাকায়। মৃত ব্যক্তির নাম আব্দুল সামাদ (৫৫)। মূল অভিযুক্ত পলাতক।
স্থানীয় সূত্রে জানা গেছে, উখরা গ্রামের সফিক নগরের বাসিন্দা আব্দুল সামাদের অন্ডাল ডিভিসি মোড়ে একটি ব্যাটারির দোকান রয়েছে। দোকান ঘরটির মালিক স্থানীয় শেখ মন্টু ও শেখ সফরু নামের দুই ভাই। মৃতের দাদা মহম্মদ কামরুদ্দিন জানান, সোমবার বিকেলে আমরা খবর পাই ভাই পড়ে গিয়ে আহত হয়েছে। স্থানীয়রা তাঁকে গাড়িতে করে প্রথমে অন্ডাল মোড়ে একটি বেসরকারি হাসপাতাল ও পরে রানীগঞ্জের অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে আব্দুল সামাদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তিনি বলেন, ‘পরে ভাইয়ের দোকানের আশপাশের দোকানদারদের কাছ থেকে খবর পাই পড়ে গিয়ে নয়, রডের আঘাতে গুরুতর জখম হয় সামাদ।’ তিনি দাবি করেন শেখ ফরুর বাচ্চা মেয়েকে মারধর করছিলো শেখ মন্টু। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারপিট হচ্ছিল। সামাদ মধ্যস্থতা করতে যায়। সেই সময়ই মন্টু রডে করে সমাদকে মারধর করে। আঘাতেই সামাদের মৃত্যু হয় বলে দাবি করেন মৃতের দাদা কামরুদ্দিন । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে অন্ডাল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মূল অভিযুক্ত শেখ মন্টু পলাতক। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তাঁর স্ত্রীকে।