লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমানবন্দর। বিমানবন্দরের রানওয়েতেও জল জমে যায়। এর মধ্যে জুম এয়ার লাইন্সের একটি বিমান খারাপ হয়ে পড়ে আছে রানওয়েতে। জমা জলেই বিমানটি খারাপ হয়ে পড়ে বলে জানা গেছে। বিমান বন্দের লাউঞ্জেও জল জমে রয়েছে। তাছাড়া বিমান বন্দর যাওয়ার রাস্তাটিও জলমগ্ন হয়ে পড়েছে বলে জানা গেছে। জেলার বেসরকারি বিমান বন্দর অন্ডালের কাজি নজরুল ইসলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উদ্বোধনের পর পরই পরিষেবা বন্ধ হয়ে পড়লে জুম এয়ারের উদ্যোগে ফের বিমান পরিষেবা চালু হয়। গত কয়েক দিনের অতিবৃষ্টিতে দুর্গাপুর মহকুমার অন্যান্য জায়গার সঙ্গে জলমগ্ন হয়ে পড়েছে অন্ডাল বিমান বন্দরও। বিমান বন্দরের কর্মীরা বিমান বন্দর জল মুক্ত করার প্রয়াস চালাচ্ছেন।
Like Us On Facebook