.
ভাইয়ের কুড়ুলের আঘাতে খুন হলেন দাদা। মৃতের নাম আব্দুল ওয়াহব মণ্ডল(৫৪)। ঘটনায় জখম ৩ ভাইঝি। সম্পত্তিগত বিবাদের জেরেই এই খুন বলে জানা গেছে। মেমারি থানার চণ্ডীপুর এলাকার ঘটনা। অভিযোগ, বাড়ির ভাগ নিয়ে দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের পরিবারের মধ্যে বিবাদ চলছিল। গতকাল রাতে হঠাৎই ছোট ভাই ও তাঁর পরিবারের লোকজন কুড়ুল নিয়ে সেজ ভাই ও তাঁর পরিবারের উপর আক্রমণ চালান। ঘটনায় সেজ ভাই ও তাঁর তিন মেয়ে জখম হন বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় সেজ ভাইকে প্রথমে মেমারি ও পরে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সেজ ভাই আব্দুল ওয়াহব মণ্ডলের মৃত্যু হয়। ইতিমধ্যেই মেমারি থানার পুলিশ ছোট ভাই, তাঁর স্ত্রী ও ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
Like Us On Facebook