পুর্ব বর্ধমানের ভাতাড় ব্লকের এরুয়ার গ্রামে বিজেপি নেতা শ্যামল অধিকারীর বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল নেতা মানগোবিন্দ অধিকারীর বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস নেতা মানগোবিন্দ অধিকারী এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি পাল্টা দাবি করেছেন, এটা বিজেপির লাল পদ্ম এবং সাদা পদ্মের বিরোধের ফল। এর সংগে তৃণমূল জড়িত নয়। উত্তেজনা থাকায় এরুয়ার গ্রামে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে, এই ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভাতাড় থানা ঘেরাও করে বিজেপি। তৃণমূল কংগ্রেসের নেতা মানগোবিন্দ অধিকারীকে গ্রেফতারের দাবিতে ভাতাড় থানায় বিক্ষোভ দেখান শতাধিক বিজেপি সমর্থক। তৃণমূল কংগ্রেসের নেতা মানগোবিন্দ অধিকারীকে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানান তাঁরা। একইসঙ্গে বর্ধমান-কাটোয়া রোড প্রায় আধঘণ্টা অবরোধ করেন বিজেপি সমর্থকরা। অবশেষে পুলিশের আশ্বাসে এই বিক্ষোভ ও অবরোধ ওঠে। বিজেপি নেতা কৃষ্ণদাস সিংহ দাবি করেছেন, ভাতাড় থানার পুলিশ প্রতিশ্রুতি দিয়েছে আগামী ২৪ ঘন্টার মধ্যে মানগোবিন্দ অধিকারীকে গ্রেফতার করা হবে। তারপরই তাঁরা বিক্ষোভ ও অবরোধ তুলে নেন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook