সোমবার পঞ্চায়েত ভোট। ভোটের ৭২ ঘন্টা আগে কাঁকসার প্রয়াগপুরে শাসক দলের প্রচার ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনায় শাসক ও বিরোধীদের পরস্পরবিরোধী অভিযোগে প্রয়াগপুর উত্তপ্ত হল।

কাঁকসার তৃণমূল কংগ্রেস নেতা দেবদাস বক্সীর অভিযোগ, বিজেপি কর্মীরা ভোটে হারবে জেনেই ভোটের আগে এলাকায় উত্তেজনা তৈরি করতে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া প্রচার ফ্লেক্স ছিঁড়ে দিয়েছে। স্থানীয় বিজেপি নেতা রমন শর্মা তৃণমূল কংগ্রেস নেতার এই অভিযোগ খন্ডন করে বলেন, আসলে তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বের স্বীকার হয়ে চোরাবালির উপর দাঁড়িয়ে পঞ্চায়েত ভোট করছে, তাই নিজেদের ফ্লেক্স ওরা নিজেরা ছিঁড়ে আমাদের দোষ দিয়ে মুখ বাঁচাতে চাইছে।

অন্যদিকে, আসানসোলের সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েতের জামিরকুড়ি গ্রামে তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়াল৷ শুক্রবার সকালে ওই গ্রামে বেশ কিছু তৃণমূলের দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে৷ তৃণমূল সমর্থকেরা বিষয়টির খবর পেয়ে কল্যানেশ্বরী ফাঁড়িতে স্থানীয় সিপিএম সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে৷ স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানায়, গতকাল সিপিএম ওই অঞ্চলে প্রচার মিছিল করে৷ তারপরেই এলাকায় সন্ত্রাসের পরিবেশ বজায় রাখতে এই ঘটনা ঘটিয়েছে৷ পাশাপাশি স্থানীয় সিপিএম কর্মীদের দাবি, এ ধরণের ঘৃণ্য কাজে সিপিএম কর্মী সমর্থকেরা জড়িয়ে থাকে না৷ এইসব তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের ফল৷


Like Us On Facebook