অভিযোগ, সোমবার বর্ধমানের ভাতাড়ের কানপুর গ্রামে বিদ্যুৎবাহী তারে হাত দিয়ে আত্মঘাতী হয়েছেন ভাগচাষী ভাগ্যধর মালিক(৩৭)। ১২ বিঘে জমিতে ভাগে বোরোচাষ করেছিলেন ভাগ্যধর মালিক। কিন্ত লাগাতার কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে মাঠের পাকা ধান নষ্ট হয়ে গেছে। ফলে চরম সমস্যায় পড়েন এলাকার অন্যান্য বোরোচাষীদের মতই ভাগচাষী ভাগ্যধরবাবু। মৃতের স্ত্রী জানান, বোরোচাষে ক্ষতির কারণেই শক খেয়ে আত্মঘাতী হয়েছে তার স্বামী। পরিবারের সদস্যরা জানান, চাষ করতে তাঁর মোটা অংকের খরচ হয়েছিল। যার সিংহভাগই ছিল বাজার থেকে লোন করা। ফলে একদিকে ফসলের ক্ষতি অন্যদিকে পাওনাদারদের তাগাদা, জমির মালিকের পাওনা সব নিয়ে তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলেন। আর সেই কারণেই এদিন বাড়ির বারান্দায় বিদ্যুতের তার কেটে তাতে হাত দিয়ে আত্মঘাতী হন ভাগ্যধরবাবু।
Like Us On Facebook