নিম্ন মানের সার বিক্রির অভিযোগে সমবায় সমিতির কর্মীকে তালাবন্ধ করে আটকে রেখে বিক্ষোভ দেখালেন কৃষকরা। ভাতাড়ের হাঁড়গ্রাম গ্রামীণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ঘটনা।
ভাতাড়ের হাঁড়গ্রাম ও রামনগর এলাকার চাষীদের অভিযোগ, চলতি মরশুমে হাঁড়গ্রাম গ্রামীণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড থেকে ১৭৫০ টাকা বস্তা হিসাবে সার কেনা হয়। অভিযোগ, সেই সার জমিতে দেওয়ার পরও ফসলের কোনরকম বৃদ্ধি হচ্ছে না ফলে প্রভূত ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা।এরপর সমবায় সমিতির অফিসে গিয়ে দেখা যায় যে সার তাঁদেরকে সরবরাহ করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। এমনকি মোরাম ও চুন মেশানো আছে বলেও অভিযোগ করেন চাষীরা। এই বিষয়ে সমিতির তরফে কোন সদুত্তর না পেয়ে সমবায় সমিতির কর্মীকে তালাবন্ধ করে আটকে রেখে বিক্ষোভ দেখান কৃষকরা। এমনকি সমবায় সমিতির বৈদ্যুতিক সংযোগও বিচ্ছিন্ন করে দেন ক্ষুব্ধ কৃষকরা। অবিলম্বে ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণ দিতে হবে ও সারের গুণগত মান পরীক্ষা করে দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে বলে দাবি কৃষকদের। সমবায় সমিতির কর্মী শুভাশীষ ঘোষ জানান, নিম্নমানের সার বিক্রির অভিযোগে আমাকে কৃষকরা আটকে রেখেছেন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দিয়েছি। আমরাও চাই সারের গুণগত মান পরীক্ষা করা হোক।