রানিগঞ্জের শিশু বাগান এলাকার মোবাইল ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কয়েক লক্ষ টাকার মোবাইল হাতিয়ে নেওয়ার অভিযোগে রানিগঞ্জের দুই মোবাইল সরবরাহকারীকে গ্রেফতার করল রানিগঞ্জ থানার পুলিশ। জানা গেছে, ধৃত দুই অভিযুক্তের নাম রীতেশ আগরওয়াল ও অরূপ আগরওয়াল।

অভিযোগ, গত ১৭ মার্চ রানিগঞ্জের রামজি মোবাইল ডিস্ট্রিবিউটরের কাছ থেকে কয়েক লক্ষ টাকার মোবাইল নিয়ে সপরিবারে গা ঢাকা দেয় রীতেশ ও অরূপ। ওই মোবাইল ডিস্ট্রবিউটর সংস্থার মালিক দিলীপ প্যাটেল তাদের নামে পুলিশে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নামে। অভিযুক্তদের মোবাইল টাওয়ারের সূত্র ধরে পুলিশ ওড়িশার বালাঙ্গির জেলার কাটা বাঙ্গি থানা এলাকায় তাদের খোঁজ পায়। এরপর রানিগঞ্জের পাঞ্জাবীমোড় ফাঁড়ির পুলিশ টিম ওড়িশা পুলিশের সহায়তায় দুই অভিযুক্তকে গ্রেফতার করে নিয়ে আসে। মঙ্গলবার তাদের আসানসোল মহকুমা আদালতে হাজির করে তাদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা ও চুরির অভিযোগ দায়ের করা হয়েছে যাতে প্রায় ৪২ লক্ষ টাকার মোবাইল হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

Like Us On Facebook