পূর্ব বর্ধমানের আউশগ্রামের রামনগরে বিজেপির জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ জানাল বিজেপি সমর্থকরা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় আউশগ্রামে। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বিজেপির নেতৃবৃন্দের দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সভাগামী বাস থামিয়ে মহিলা পুরুষ নির্বিশেষে বেধড়ক মারধর করেছে। এমনকি বাসটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। মারধর করা হয়েছে বাসের চালক ও খালাসিকেও বলে অভিযোগ।

উল্লেখ্য, সোমবার আউশগ্রাম – ২ ব্লকের রামনগরে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জনসভা ছিল। বিজেপি নেতা সায়ন্তন বসুও সেই জনসভায় উপস্থিত ছিলেন। এদিন এই জনসভায় যোগ দিতেই আউশগ্রাম থেকে বাসে করে প্রচুর সমর্থক যাচ্ছিল। থানা থেকে ১ কিলোমিটারের মধ্যে বিজেপি সমর্থকদের আক্রান্ত হওয়ার অভিযোগ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এব্যাপারে এদিন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি স্বপন দেবনাথ জানিয়েছেন, এটা সম্পূর্ণই মিথ্যা অভিযোগ। এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয়। ওরা নিজেরাই মারামারি করেছে।


Like Us On Facebook