মেয়ের বিয়ের জন্য ব্যাঙ্কে গচ্ছিত রাখা টাকা গ্রাহকের অজান্তেই অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠল। ঘটনায় চাঞ্চল্য ছড়াল কাঁকসার রাজবাঁধ এলাকায়। ছ’দফায় এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।

জানা গেছে, ঝাড়খণ্ডের বাসিন্দা হরিহর মোদি বর্তমানে কাঁকসার রাজবাঁধে থাকেন। রাজবাঁধ বাসস্ট্যান্ডের কাছে তাঁর একটি পান গুমটি আছে। ব্যাবসা থেকে উপার্জিত টাকা মেয়ের বিয়ের জন্য একটু একটু করে জমিয়ে রাখছিলেন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের রাজবাঁধ শাখায়। হরিহরবাবুর অভিযোগ, মার্চের ১৪ তারিখে তিনি পাসবই আপডেট করলে দেখতে পান রাঁচি এবং দেওঘরের বিভিন্ন এটিএম ব্যবহার করে তাঁর অ্যাকাউন্ট থেকে ছ’দফায় এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো টাকা তুলে নেওয়া হয়েছে। এরপর ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুলিশে আভিযোগ জানাতে বলেন। তিনি কাঁকসা থানায় অভিযোগ দায়ের করেন। ব্যাঙ্কে অভিযোগের কপি জমা দেওয়ার পরও ব্যাঙ্কের পক্ষ থেকে কোন রকম সহযোগিতা পান নি বলে অভিযোগ হরিহরবাবুর। হরিহরবাবু বলেন, ‘ব্যাঙ্কের এটিএম কার্ড, পাস বই সবই আমার নিজের কাছে আছে। কোন রকম ভুয়ো ফোনও আসে নি আমার কাছে। অথচ কি ভাবে অ্যাকাউন্ট থেকে টাকা উঠে গেল সেটা ভেবে পাচ্ছি না।’ গোটা ঘটনার তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook