ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং ভোট কর্মীদের নিরাপত্তার দাবিতে বুধবার রাজ্য কো-অর্ডিনেশন কমিটির বর্ধমান জেলার সদস্যরা পূর্ব বর্ধমান জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন এবং জেলাশাসককে স্মারকলিপি দিলেন।
কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট কর্মীরা ভোট গ্রহণ কেন্দ্রে যাবে না, ভোটের পর ভোট কর্মীদের বাড়ি ফেরা পর্যন্ত নিরাপত্তা ও যাতায়াতের সুব্যবস্থা করতে হবে প্রশাসনকে। এই সমস্ত দাবি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় আন্দোলন শুরু করেছে কো-অর্ডিনেশন কমিটি। এদিন সংগঠনের বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে জেলাশাসকের দফতরে এসে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে বিক্ষোভ দেখানো হয় এবং জেলাশাসককে স্মারকলিপ জমা দেওয়া হয়।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like Us On Facebook