কাঁকসার রূপগঞ্জের বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ দুষ্কৃতীদের হাতে খুন হন ২০১৮ সালের ৯ ডিসেম্বর। সন্দীপ ঘোষ খুনে স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিজেপি কর্মীরা সন্দীপ ঘোষ খুনে দোষীদের কঠোর শাস্তির দাবিতে আজও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এরমধ্যে গত ২০ ডিসেম্বর বিজেপির রাঢ় বঙ্গের পর্যবেক্ষক রাজু বন্দ্যোপাধ্যায় কাঁকসার রূপগঞ্জে সন্দীপ ঘোষের একটি মর্মর মূর্তির উন্মোচন করেন। সেই মর্মর মূর্তি সোমবার রাতে দুষ্কৃতীরা ভেঙে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ। ইট দিয়ে মূর্তি ভেঙে ফেলার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার সকালে খবর পেয়ে বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই ঘটনাস্থলে ছুটে আসেন। প্রতিবাদে মুচিপাড়া-শিবপুর রোড অবরোধ করে বসে পড়েন বিজেপি কর্মীরা। প্রায় দেড় ঘণ্টা অবরোধ চলে। রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কাঁকসা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই বলেন, ‘পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু এইভাবে কি তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা বিজেপিকে আটকাতে পারবে? আমরা বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে বাংলায় ক্ষমতায় আসছি। তারপর এই সব দুষ্কৃতীরাজ বন্ধ করে দেব।’ যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মূর্তি ভাঙার অভিযোগ অস্বীকার করেছেন।