পঞ্চায়েত নির্বাচনে কাঁকসার ত্রিলোকচন্দ্রপুরের সিপিএম প্রার্থী কাজল বাউরিকে মনোনয়ন প্রত্যাহার করতে বাড়িতে ঢুকে জোর জবরদস্তি করায় বাহিরাগত দুষ্কৃতীদেরকে লাঠি সোটা নিয়ে গ্রামবাসীরা তাড়া করল। দুষ্কৃতীরা শাসকদলের কর্মী বলে অভিযোগ সিপিএমের। বাহিরাগতদের একটি গাড়িতে ভাঙচুর চালায় সিপিএম কর্মীরা।

কাজল বাউরি ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। তিনি ফের এবার সিপিএম প্রার্থী। কাজল বাউরিকে মনোনয়ন প্রত্যাহার করতে এদিন তাঁর স্বামীকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ সিপিএম প্রার্থী কাজল বাউরির। শনিবার এই ঘটনায় দুর্গাপুরের কাঁকসার পিয়ারীগঞ্জে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ক্ষোভে ফেটে পড়ে সিপিএম কর্মীরা পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়ক বেশ কিছুক্ষণ অবরোধ করেন। পরে পুলিশ প্রার্থীকে নিরাপত্তার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। এরপর ফের সিপিএম কর্মীরা পিয়ারীগঞ্জের স্থানীয় তৃণমূল কংগ্রেস প্রার্থীর বাড়ী ঘেরাও করে বিক্ষোভ দেখায়। পুলিশ খবর পেয়ে ছুটে এসে বিক্ষোভকারীদের হটিয়ে দেয় বলে জানা গেছে।

সিপিএম প্রার্থী কাজল বাউরির অভিযোগ অস্বীকার করে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী বলেন, একের পর এক আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেস জিতছে দেখে সিপিএম প্রার্থী একটা রসালো গল্প ফেঁদে প্রচার করছে সেই গল্প। উত্তমবাবু বলেন আসলে সিপিএমের পায়ের তলায় আর মাটি নেই। তাই এইসব অপপ্রচার করে ফের খড়কুটো ধরে বাঁচতে চাইছে।


Like Us On Facebook