গোটা দেশ যখন নাবালিকা ধর্ষণের প্রতিবাদে উত্তাল ঠিক তখনই পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার উখরার কাঁকড়ডাঙ্গায় এক পনেরো বছরের কিশোরীর বিরুদ্ধে এক পাঁচ বছরের নাবালকের উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ উঠল। মারধর করে নাবালকের হাত জখম করারও অভিযোগ উটকল। এই ঘটনা জানাজানি হতেই প্রতিবেশীরা ওই কিশোরীর বাড়িতে চড়াও হয়ে কিশোরীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় বুধবার।
ওই নাবালকের বাবার দাবি, আমার ছেলে বলেছে ও খেলছিল। ওই কিশোরী সুযোগ বুঝে বাড়িতে ডেকে ছেলের গোপন অঙ্গে হাত দেয়। ছেলে ভয়ে পালাতে চাইলে ছেলেকে কাউকে বলতে নিষেধ করে কিশোরী। এর পরে আমার ছেলেকে ব্যাপক মারধরও করে ওই কিশোরী। ছেলের হাতটিও জখম করে দেয়। জানা গেছে, ওই কিশোরী কাঁকড়ডাঙ্গায় তার এক আত্মীয়ের বাড়িতে থাকে। এলাকার বাসিন্দারা ওই কিশোরীর পরিবারের লোকজনদের পাড়া ছাড়তে বলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় ফাঁড়ির পুলিশ এসে বুধবার পরিস্থিতি সামাল দেয়। এদিকে অভিযুক্ত কিশোরী ওই নাবালকের বিরুদ্ধেই শ্লীলতাহানীর অভিযোগ তুলল।