.

নির্মল বাংলা প্রকল্পের শৌচাগার তৈরি করতে নিম্নমানের উপকরণ ব্যবহার করার অভিযোগে সোমবার কাঁকসার বিষ্ণুপুরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের অভিযোগ, এলাকায় যে সমস্ত শৌচাগার তৈরি করা হচ্ছে তাতে যে সিমেন্ট ব্যাবহার করা হচ্ছে সেই সব সিমেন্টের বস্তার সিল খোলা। তাতেই সন্দেহ বাড়ে গ্রামবাসীদের। কাজের মিস্ত্রীদের আটকে রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। নির্মল বাংলা মিশনের শৌচাগার তৈরিতে চরম দুর্নীতি চলছে বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রামবাসীরা বলেন ‘যেভাবে শৌচাগার তৈরি করা হচ্ছে তাতে খুব শীঘ্রই এগুলো সব ভেঙে পড়বে। সরকারি প্রজেক্ট মানুষের কোন কাজে আসবে না।’ মলানদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযুষ মুখার্জী জানান, এটা ঠিকাদারের ব্যাপার। লিখিত কোনো অভিযোগ পঞ্চায়েতে আসেনি। লিখিত অভিযোগ এলে বিষয়টি ক্ষতিয়ে দেখব।

Like Us On Facebook