ফের পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বারাবনির রুনাকুড়া এলাকায়। পথ দুর্ঘটনার পর উত্তেজিত জনতা একটি পিকআপ ভ্যান আগুন ধরিয়ে দেয়। ঘটনাকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় অজয় নদীর রুনাকুড়া ঘাট এলাকা।

জানা গেছে, রবিবার দুপুরে বারাবনির রুনাকুড়া ঘাটের কাছে মোটরবাইক আরোহী তিন যুবক দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা মারলে গুরুতর আহত অবস্থায় তিনজনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন এবং অন্য দুজন গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামুড়িয়ার দরবারডাঙার বাসিন্দা জীবন বাউড়ি(৩৭) বিয়ে উপলক্ষে বারাবনি থানার হুসেনপুরে এক আত্মীয়ের বাড়ি এসেছিলেন। রবিবার দুপুরে দোমহানি বাজারের বাসিন্দা অজয় বাউড়ি এবং হুসেনপুরার বাসিন্দা সঞ্জয় বাউড়িকে নিয়ে জীবন বাউড়ি মোটরবাইকে রুনাকুড়া ঘাটের দিকে নদীতে স্নান করতে গিয়েছিলেন। ফেরার পথে তাঁদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পিছেনে ধাক্কা মারলে তিনজনেই গুরুতর আহত হন। তাঁদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা জীবন বাউড়িকে মৃত ঘোষণা করেন। এলাকায় এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষজন ক্ষোভে ফেটে পড়ে রাস্তা অবরোধ করেন এবং পিকআপ ভ্যানটিতে আগুন লাগিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতির সামাল দেয় পুলিশ।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook