সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এক সেনা জওয়ানের বিরুদ্ধে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল। সোমবার টাকা ফেরতের দাবি নিয়ে বীরভূমের বিভিন্ন এলাকা থেকে প্রতারিত প্রায় ২০ জনের একটি দল পানাগড় সেনা ছাউনির সামনে অভিযুক্ত সেনা জওয়ানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। যদিও প্রতারিতরা সেনা ছাউনির ভিতরে ঢোকার অনুমতি পাননি। প্রতারিতদের দাবি, পানাগড় সেনা ছাউনির পক্ষ থেকে তাঁদের জানানো হয় অভিযুক্ত জওয়ান বর্তমানে পানাগড় সেনা ছাউনিতে পোস্টেড নন। তাই বিষয়টি নিয়ে তাঁদের উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। জানা গেছে, প্রতারিতরা অভিযুক্তর শাস্তি ও টাকা ফেরতের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন।
প্রতারিতদের মধ্যে একজন বীরভূমের বাসিন্দা আমিন শেখ বলেন, ‘অভিযুক্ত সেনা জওয়ানের বাড়ি বীরভূমের চন্ডীপুরে। আমরা সবাই চন্ডীপুরের পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। আমাদের বেকারত্বের সুযোগ নিয়ে সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নামে অভিযুক্ত সেনা জওয়ান ২০ জনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেছে। আমরা দীর্ঘদিন অপেক্ষা করে চাকরি না পেয়ে টাকা ফেরতের দাবি করি। তখন ওই জওয়ান টাকা ফেরতের জন্য ব্যাঙ্কের চেক দেয়। তাও বাউন্স করে। আমরা যে ওই ব্যক্তির হাতে প্রতারিত হয়েছি সেকথা বুঝতে পেরে আজ পানাগড় সেনা ছাউনির সামনে অভিযুক্তর কাছে টাকা ফেরতের দাবি জানাতে আসি। কিন্তু সেনা ছাউনির ভিতর আমাদের ঢুকতে দেওয়া হয়নি। তবে সেনাবাহিনী সূত্রে জানানো হয় যে অভিযুক্ত এখানে পোষ্টিংয়ে নেই। বিষয়টি সেনাবাহিনীর উচ্চতর কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেন পানগড়ের অন্যান্য জওয়ানরা। টাকা ফেরতের দাবি নিয়ে আমরা এবার আদালতের দ্বারস্থ হচ্ছি।’