মেয়ের কাছে মদ খাওয়ার টাকা চেয়ে না পেয়ে মেয়েকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি থানার হাটপুকুর কলেজপাড়া এলাকায়। মৃতার নাম সরস্বতী ক্ষেত্রপাল (১৯)। সে মেমারির রসিকলাল হাইস্কুল থেকে এবার উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী ছিল।

মৃতার প্রতিবেশী এবং আত্মীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সরস্বতীর বাবা শংকর ক্ষেত্রপাল মদ্যপ অবস্থায় ঘরে ঢুকে মেয়ের কাছে মদ খাওয়ার জন্য টাকা চায়। তা দিতে না চেয়ে মেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে। সেই সময় বাড়িতে রাখা কেরোসিন তেল ঢেলে মেয়ের গায়ে আগুন ধরিয়ে দেয় মদ্যপ বাবা। এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর মঙ্গলবার রাতে মৃত্যু হয় তার। এই ঘটনায় পুলিশ বাবা শঙ্কর ক্ষেত্রপালকে গ্রেফতার করেছে। ঘটনার তদন্তে মেমারি থানার পুলিশ।


Like Us On Facebook