পানাগড়ের দার্জিলিং মোড়ের দোকানদারদের সঙ্গে চুক্তিবদ্ধ একটি কোম্পানির হোর্ডিং সরিয়ে ওই স্থানে বিনা নোটিশে অন্য কোম্পানির হোর্ডিং লাগিয়ে দেওয়ায় দার্জিলিং মোড়ের দোকানদাররা স্থানীয় তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা শাসকের দারস্থ হল। দোকানদাররা বলেন পানাগড় বাইপাস হবার পর দার্জিলিং মোড়ের দোকানদারদের রুটি রুজিতে টান পড়েছে। তাই সংসার খরচ তুলতে ৯ জন দোকানদার দোকানের উপর বিভিন্ন কোম্পানির হোর্ডিং লাগানো বাবদ মাসে মাথা পিছু ৬০০ টাকা করে আয় করেন। অভিযোগ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা পল্লব ব্যানার্জীর অনুগামীরা গায়ের জোরে দোকানদারদের চমকিয়ে ওই স্থানে অন্য কোম্পানির হোর্ডিং লাগিয়ে দেয়। এবং একই সঙ্গে হোর্ডিং না খোলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা পল্লব ব্যানার্জী দোকানদারদের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
Like Us On Facebook