ফাইল চিত্র

বর্ধমান শহরের বিসি রোডে স্থায়ী দোকানের সামনে অস্থায়ীভাবে রাস্তা ও ফুটপাত দখল করে হকারী করার ঘটনায় প্রতিবাদ করলে এক প্রতিবাদীকে ফের মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় শনিবার সন্ধ্যায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বর্ধমান শহরের বিসি রোডের ব্যবসায়ী সামসুল আবেদিন এদিন জানিয়েছেন, গত সেপ্টেম্বর মাস থেকে আচমকা কয়েকজন যুবক তাঁর দোকানের সামনে ফুটপাত এবং পুরসভার রাস্তা দখল করে জামাকাপড়ের হকারী শুরু করেন। এই ঘটনায় তাঁর ছেলে ফারুক আবেদিন তাঁদের সরে যেতে বললে তারা ফাঁরুক আবেদিনকে মারধর করে। এই ঘটনায় ৩ জনের নামে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু কোন সুরাহা হয়নি। পুজোর সময় একই অবস্থা থাকায় এবং তাঁদের ব্যবসা মার খাওয়ায় ফের তাঁরা প্রতিবাদ করতে গেলে তাঁর দুই ছেলে ফারুক আবেদিন এবং সইফুদ্দিন আবেদিনের ওপর চড়াও হয় ওই হকাররা। এই ঘটনায় ফের সামসুল আবেদন বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Like Us On Facebook