চতুর্থ এশিয়ান ইউনিভার্সিটি ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে চিন যাচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফুটবল টিম। ২৯ অক্টোবর থেকে ১১ নভেম্বর খেলাগুলি অনুষ্ঠিত হবে। ১৬ টি দেশের বিশ্ববিদ্যালয় দল প্রতিযোগিতায় অংশ নেবে। এই প্রতিযোগিতার সেরা দুটি দল ইতালির নাপোলিতে অনুষ্ঠিত বিশ্ব বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবে। দেশের সম্মান জড়িত থাকায় প্রতিযোগিতাটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়।

জানা গেছে, চিনে ২৩ জনের দল যাবে। তার মধ্যে ১৬ জন খেলোয়াড় ও ৭ জন কর্মকর্তা। দেশের সম্মানের প্রশ্ন জড়িত থাকায় চিনে প্রথম সারির দল পাঠাবে বর্ধমান বিশ্ববিদ্যালয়। প্রায় একই সময় অনুষ্ঠিত হবে পুর্বাঞ্চলীয় বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা। সে কারণ পুর্বাঞ্চলীয় প্রতিযোগিতায় দ্বিতীয় সারির দল পাঠানোর পরিকল্পনা রয়েছে। আবার পুর্বাঞ্চলীয় প্রতিযোগিতায় ভালো ফল না হলে সর্বভারতীয় প্রতিযোগিতায় খেলার সুযোগ হারাবে বিশ্ববিদ্যালয় এবং পরের বছর যোগ্যতা নির্ণায়ক পর্বে খেলতে হতে পারে। এই কারণে দুটি ভাল দল গড়ার প্রয়োজন। সূত্রের খবর, দুটি ভালো দল গড়ার ক্ষেত্রে সমস্যায় আছে বিশ্ববিদ্যালয়। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুটি দল গড়ার ক্ষেত্রে সমস্যার কথা মানতে চায়নি।

Like Us On Facebook