বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ১৯ বছরের এক কিশোরীর উপর রাতভর নির্যাতন করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করে বৃহস্পতিবার দুর্গাপুর আদালতে হাজির করল কাঁকসা থানার পুলিশ। বুধবার রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার বনকাটির সাতকাহানিয়া গ্রামে। নির্যাতিতা কিশোরী ভোর রাতে কোনভাবে ওই যুবকেকর খপ্পর থেকে পালিয়ে এসে পরিবারের লোকজনদের সব কথা খুলে বলেন। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় নির্যাতিতাকে বৃহস্পতিবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে নির্যাতিতার বয়ান অনুযায়ী থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন।

জানা গেছে, বুধবার রাত দশটা নাগাদ ওই কিশোরীকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় কিশোরীর পূর্বপরিচিত এক যুবক। নাম আসাদুল মিঁয়া। বয়স ১৯ বছর। বনকাটির সাতকাহানিয়া এলাকার এক জঙ্গলে নিয়ে গিয়ে অভিযুক্ত যুবক সারারাত ধরে কিশোরীর উপর নির্যাতন চালায় বলে অভিযোগ। এরপরে ওই কিশোরী সুযোগ বুঝে ভোর রাতে আসাদুলের খপ্পর থেকে পালিয়ে আসে। অসুস্থ কিশোরীর দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গেছে।

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে কাঁকসা থানার পুলিশ অভিযুক্ত আসাদুলকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে। দুর্গাপুর মহকুমা আদালত সূত্রে জানা গেছে, ধৃত আসাদুলের পাঁচদিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Like Us On Facebook