কন্যা সন্তান হওয়ায় নিজের ৪ মাসের শিশুকন্যাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের ভাতাড় থানার খুড়ুল এলাকার ঘটনা। মৃত শিশুর নাম লক্ষ্মী দাস। বয়স ৪ মাস।
পরিবারের অভিযোগ, শনিবার সকালে শিশুর বাবা মনোজ দাস মদ্যপ অবস্থায় বাড়িতে ঢুকে শিশুটিকে গলা টিপে খুন করেন। পেশায় ক্ষেতমজুর মনোজ দাসের সঙ্গে পুতুল দাসের প্রায় দেড় বছর আগে বিয়ে হয়। প্রায় ৪ মাস আগে তাঁদের একটি কন্যা সন্তান হয়। এরপর থেকেই মনোজ দাস এবং তাঁর মা ভাদু দাস অশান্তি শুরু করেন। তার জেরেই নিজের শিশু কন্যাকে খুন করেন বলে অভিযোগ। এই ঘটনায় ভাতার থানার পুলিশ মনোজ দাস এবং ভাদু দাসকে আটক করেছে।
Like Us On Facebook