কাঁকসার বামুনারা গ্রামে সম্পত্তির লোভে বাবাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে ও বউমার বিরুদ্ধে। প্রবোধ মন্ডল(৫২) গ্রামের একটি লোহার কারখানায় কাজ করতেন, সকাল ১০ টা নাগাদ বাড়িতে জলখাবার খেতে আসেন। সেই সময় ছেলে ও বউমা তাঁকে খুন করেছে বলে অভিযোগ করেন মৃতের স্ত্রী বাসন্তী মন্ডল। দুপুর ১২ টা নাগাদ বাড়ি ফিরে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন বাসন্তীদেবী। প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে কাঁকসা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। বাসন্তীদেবীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাঁর ছেলে ও বউমাকে গ্রেফতার করে।