সময়ে গেট না খোলায় কর্মীরা প্রতিবাদ করায় দুর্গাপুর ইস্পাত কারখানায় নাইট সিফটের ডিউটিতে যোগ দেওয়ার পথে সিআইএসএফ জওয়ানদের বিরুদ্ধে কর্মীদের উপর লাঠিচার্জ করার অভিযোগ উঠল। কেবলমাত্র লাঠি চার্জই নয় সিআইএসএফ জওয়ানরা ডিএসপি কর্মীদের গুলি করে মারার হুমকি দেয় বলে অভিযোগ। নজিরবিহীন এই ঘটনার পর দুর্গাপুর ইস্পাত কারখানায় সমস্ত ইউনিয়নের কর্মীরা একজোট হয়ে দোষী সিআইএসএফ কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি সহ সময়ে গেট কেন খোলা হয়নি তা কর্তৃপক্ষকে লিখিত কারণ দর্শানোর দাবিতে রাত একটা পর্যন্ত দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ সামিল হন কর্মীরা। শেষমেশ রাত একটা নাগাদ দুর্গাপুর ইস্পাত কারখানার সিইও, সিআইএসএফ-এর ডিআইজি সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কর্মীদের দাবি মানার মৌখিক প্রতিশ্রুতি দিলে কর্মীরা রাত একটা পাঁচ নাগাদ ফের কারখানায় নাইট সিফটের ডিউটি করার জন্য কারখানায় ঢোকেন।

সিটু নেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রতিদিন নাইট সিফটে কারখানার গেট ৯টা ২৫ মিনিটে খোলা হয়। কিন্তু শুক্রবার নাইট সিফটের কর্মীরা গেটের সামনে ৯ টা ২৫ এসে গেলেও সিআইএসএফ গেট খোলে ৯টা ৪৫ মিনিটে। দীর্ঘক্ষণ অপেক্ষা করে কর্মীরা এর কারণ জানতে চাইলে সিআইএসএফ জওয়ানরা কোন কথা না বলেই কর্মীদের বেধড়ক লাঠিচার্জ করে।’ বিশ্বরূপবাবুর অভিযোগ, প্রায় ৩০০০ কর্মীর মাত্র ১০ মিনিটে একটা গেট দিয়ে কি একসঙ্গে ঢোকা সম্ভব? এই প্রশ্ন করতেই সিআইএসএফ বলে এটা ডিএসপি কর্তৃপক্ষের সিদ্ধান্ত। কর্মীরা কারণ জানতে চাইলে সিআইএসএফ নির্বিচারে লাঠি চার্জ করতে থাকে। সিআইএসএফের লাঠিচার্জে বেশ কয়েকজন কর্মী আহত হন। বিশ্বরূপবাবু বলেন, ‘শুনলাম ডিএসপি কর্তৃপক্ষ দোষী দু’জন সিআইএসএফ জওয়ানকে সাসপেন্ড করেছে। কিন্তু আমরা তা বিশ্বাস করছি না। আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করে আসল দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।’ একই কথা বলেন আইএনটিটিইউসি নেতা জয়ন্ত রক্ষিত।

দুর্গাপুর ইস্পাত কারখানায় শুক্রবার রাতের এই নজিরবিহীন ঘটনার পর কর্তৃপক্ষ ও শ্রমিক মহলে ব্যাপক টানাপোড়েন চলে এবং গোটা শিল্পাঞ্চল জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। জয়ন্তবাবু বলেন, ‘যে সার্কুলারের কথা বলে সিআইএসএফ ডিএসপি কর্মীদের উপর অতর্কিতে লাঠিচার্জ করল, সেই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ ও আমরা সেই সার্কুলারের কারণও জানতে চেয়েছি কর্তৃপক্ষের কাছে।’ পরে ডিএসপি কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং কর্মীরা নাইট সিফটের ডিউটিতে যোগ দেন। এই কয়েক ঘন্টার কর্মবিরতির ফলে কারখানায় উৎপাদন ব্যাহত হয় নি বলে দাবি কর্তৃপক্ষের।


আইএনটিটিইউসি নেতা জয়ন্ত রক্ষিত

সিটু নেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়

Like Us On Facebook