কাঁকসার ২ নম্বর কলোনির বিজেপির বুথ কমিটির সভাপতির বাড়ির সামনে রবিবার ভোর রাতে বোমাবাজির অভিযোগ উঠল শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
বিজেপি নেতা মানস তেওয়ারির অভিযোগ, ভোটের আগে বিজেপি কর্মীদের সন্ত্রস্ত করতে বাড়িতে বোমাবাজি করল শাসক দলের দুষ্কৃতীরা। মানসবাবু বলেন, বোমাটি ফাটে নি। বাড়ির জানালার পাশের ঘাসের মধ্যে পড়ে ছিল। কাঁকসা থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোমাটি নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন কাঁকসার তৃণমূল কংগ্রেস নেতা দেবদাস বক্সী। দেবদাসবাবু পরিষ্কার জানিয়ে দেন, এইসব ঘটনায় তৃণমূল কংগ্রেস কর্মীরা কোন ভাবেই জড়িত নয়। তিনি বলেন, কেবল মাত্র প্রচারে থাকতে বিজেপি কর্মীরা নাটক করছে ও মিথ্যার আশ্রয় নিচ্ছে এটা বোঝা যাচ্ছে।
Like Us On Facebook