এক অসুস্থ রোগীকে হাসপাতালে ভর্তি না করে ওষুধ দিয়ে বাড়ি ফিরিয়ে দেওয়ায় পর রোগী মারা যাওয়ায় দুর্গাপুরের ইএসআই হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল। রোগীর আত্মীয়রা রবিবার ইএসআই হাসপাতাল চত্বরে এর প্রতিবাদে বিক্ষোভ দেখান। খবর পেয়ে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ এসে অবস্থা সামাল দেয়। জানা গেছে দুর্গাপুর কোকওভেন থানা এলাকার হাট তলার বাসিন্দা ঝর্না দাস (৬০) হাতে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তির জন্য আসেন। যন্ত্রনায় কাতরাচ্ছে দেখে ইএসআই হাসপাতালের কর্তব্যরত মহিলা চিকিৎসক রোগীর যন্ত্রনার কথা না শুনে রোগী ভাল আছে বলে সামান্য ওষুধ লিখে ছেড়ে দেন। এর পরই ঝর্না দেবীকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেলে ঝার্না দেবী মারা যাওয়ায় ঝর্না দেবীর বাড়ির লোক হাসপাতালে মৃতদেহ নিয়ে এসে ইএসআই হাসপাতালে বিক্ষোভ দেখায় এবং ওই মহিলা চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেবার দাবি জানান। ঝর্না দেবীর মেয়ে ডলি দাসের অভিযোগ, যন্ত্রনায় কাতরানো দেখে মা গান গাইছে বলে এক মহিলা চিকিৎসক মাকে হাসপাতালে ভর্তি না করে সামান্য ওষুধ লিখে দেয়। মাকে নিয়ে আমরা বাড়ি ফেরার পরই মা মারা যায়। আমাদের কথা না শুনে ওই মহিলা চিকিৎসক বিনা চিকিৎসায় মাকে মেরে ফেললো। আমরা ওই চিকিৎসকের শাস্তির দাবি জানাচ্ছি। পরে পুলিশের সহযোগিতায় মৃতার বাড়ির লোকের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের আলোচনায় হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে মৃতার বাড়ির লোকজন মৃতদেহ নিয়ে বাড়ি ফিরলে হাসপাতালের অবস্থা স্বাভাবিক হয়।
Like Us On Facebook