এক ব্যক্তিকে অপহরণ করে ঝাড়খন্ডে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ তুলে পূর্ব বর্ধমানের ভাতাড়ে পথ অবরোধ গ্রামবাসীদের। এদিন সকালে ভাতাড়ের আলিনগর গ্রামের বাসিন্দারা ভাতার-কামারপাড়া ও বর্ধমান-নতুনহাট রাস্তা অবরোধ করেন। অবরোধের জেরে দুর্ভোগে পড়েন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ অন্যান্য যাত্রীরা। যদিও পরীক্ষার্থীদের গাড়ি পার করে দেন অবরোধকারীরা। পরে পুলিশ এসে গ্রামবাসীদের আশ্বস্ত করলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।
স্থানীয় মানুষজন জানান, ২১ ফেব্রুয়ারি আলিনগর গ্রামের বাসিন্দা তথা বয়বসায়ী নুরাই সেখ নিখোঁজ হয়ে যান। এরপর ভাতাড় থানায় নিখোঁজ ডাইরি করা হয়। এরপর আজ, বৃহস্পতিবার সকালে নুরাই সেখের এক আত্মীয় মারফৎ খুনের খবর আসতেই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে পথ অবরোধ শুরু করেন বাসিন্দারা। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশ খুনিদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। স্থানীয় মানুষজনের অভিযোগ, ঝাড়খণ্ডের এক ব্যক্তি নুরাই সেখের কাছ থেকে ধান ঝাড়া মেসিনের টাকা পেতেন। টাকা না পেয়ে ওই ব্যক্তি লোকজন নিয়ে এসে নুরাইকে তুলে নিয়ে যায়। পুলিশকে জানালেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ।