আকাশবাণী বর্ধমান এফএম স্টেশনের উদ্বোধন হল বুধবার। বর্ধমানের নবাবহাটে এক অনুষ্ঠানে ১০ কিলোওয়াট এফএম ট্রান্সমিটারের সূচনার মধ্য দিয়ে এর সম্প্রচার শুরু হয়। এখন থেকে প্রাথমিকভাবে বর্ধমান ও সন্নিহিত ২৫ কিলোমিটার এলাকার বাসিন্দারা আকাশবাণীর এফএম প্রচার তরঙ্গে পরিবেশিত অনুষ্ঠান আরও ভালো ভাবে শুনতে পাবেন।
এদিন এই রেডিও স্টেশনের উদ্বোধন করেন আকাশবাণীর অতিরিক্ত মহানির্দেশক (ইঞ্জিনিয়ারিং) রতন ঘোষ দস্তিদার। উপস্থিত ছিলেন আকাশবাণী কলকাতার ইঞ্জিনিয়ারিং বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল অনিমা দাস দেবনাথ সহ আকাশবাণী কলকাতার শীর্ষ কর্তারা। আজকের এই অনুষ্ঠানে আকাশবাণীর ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত কয়েকজন কর্মীকে সম্মানিত করা হয়। এই উপলক্ষে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
জানা গেছে, ১০১.৫ মেগাহার্জ এফএম তরঙ্গের মাধ্যমে আকাশবাণী বর্ধমান এফএম স্টেশন থেকে আপাতত আকাশবাণী কলকাতার অনুষ্ঠান রিলে করা হবে। পরবর্তী সময়ে এই রেডিও স্টেশনটিকে আপগ্রেড করে এখানে বিভিন্ন অনুষ্ঠান রেকর্ডিং এবং সম্প্রচার করা হতে পারে।