বর্ধমান শহরের কার্জনগেট এলাকায় জিটি রোডের উপর দ্রুত গতির ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত কিশোরের নাম সেখ রোহিত (১৪)। বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর সুভাষপল্লী মাঠপাড়ার বাসিন্দা ছিল ওই কিশোর। রোহিত বর্ধমানের বি সি রোডে একটি ফলের দোকানে কাজ করত।

বুধবার রাত ১০ টা নাগাদ দোকানের কাজ সেরে সাইকেলে বাড়ি ফিরছিল রোহিত। বি সি রোড ছেড়ে জি টি রোডে উঠে বর্ধমান স্টেশনের দিকে রওনা দিতেই কার্জনগেটের সামনে একটি ইকো-রিক্সায় ধাক্কা লেগে পড়ে যায় রোহিত, সেই সময় দ্রুত গতিতে বীরহাটার দিক থেকে স্টেশনমুখী আলু বোঝাই একটি ট্রাকটার চাপা দেয় রোহিতকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ সহ জেলা পুলিশের একধিক কর্তা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোহিতকে ধাক্কা মারার পর ট্রাক্টর চালক দ্রুত গতিতে ট্রাকটারটিকে চালিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সামান্য এগোতেই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টারটি হেড পোস্ট অফিসের সামনের ফুটপাথের রেলিংয়ে গিয়ে ধাক্কা মারে। এরপই চালক ও ট্রাকটারে থাকা অন্যান্যরা ট্রাক্টার থেকে নেমে পালিয়ে যায়। আলু বোঝাই ট্রাক্টারটি পুলিশ আটক করেছে।

Like Us On Facebook