বোতলবন্দী পানীয় জল বিক্রি করে বিপাকে পড়েছেন পানাগড়ের এক ব্যবসায়ী। পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশেই পানাগড় বাইপাস লাগোয়া একটি চায়ের দোকানের মালিকের অভিযোগ ‘পিওর সিল’ নামের একটি কোম্পানির কাছ থেকে পানীয় জলের বোতল কিনে গতকাল বেশ কিছু জলের বোতল তিনি বিক্রি করেন। মঙ্গলবার এলাকার বেশ কিছু ক্রেতা তাঁকে এসে অভিযোগ করেন, তাঁর বিক্রি করা জলের বোতলের জল খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। অনেকেই হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরেছেন মঙ্গলবার। এখন অসুস্থ হয়ে পড়া ক্রেতারা ও তাঁদের পরিবারের সদস্যরা তাঁর কাছে ক্ষতিপূরণ চাইতে আসছেন। বিষয়টা শোনার পরেই দোকান মালিক দেখেন সত্যি সত্যিই সিল করা মিনারেল ওয়াটারের বোতলের ভিতরে শ্যাওলা ভাসছে। একটা দুটো নয় প্রায় সব কটি বোতলের জলেরই একই অবস্থা। এরপর ওই পানীয় জলের কোম্পানির দেওয়া নম্বরে ফোন করলে কোম্পানির প্রতিনিধি ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে পাল্টা হুমকি দেন বলে অভিযোগ দোকান মালিকের। পানাগড় বাজারের অন্য যে সব দোকানে ওই কোম্পানির জল সরবরাহ করা হয়েছিল সই সব দোকানগুলিতেও ওই ব্র্যান্ডের জলের একই অবস্থা বলে দাবি দোকান মালিকের।

এলাকার বাসিন্দা জিয়াউল হক জানিয়েছেন, তিনি সোমবার ওই কোম্পানির এক বোতল মিনারেল ওয়াটার কিনে বাড়িতে গিয়ে খাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করতে থাকেন। অবশেষে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরে জলের বোতলের দিকে তাকিয়ে দেখেন জলের বোতলের ভিতরে শ্যাওলা ভাসছে।মঙ্গলবার তিনি যে দোকান থেকে জলের বোতল কিনেছিলেন সেই দোকান মালিককে পুরো বিষয়টি জানান। ইতিমধ্যে এলাকার আরও বেশ কিছু বাসিন্দারাও ওই দোকান মালিকের কাছে জলের ব্যাপারে অভিযোগ জানান।

এদিকে, দোকান মালিক বাবর আলি জানিয়েছেন, কোম্পানির সঙ্গে যোগাযোগ করে কোন সুরাহা লাভ হচ্ছে না বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের চিকিৎসার খরচ আমাকেই দিতে হচ্ছে। কোম্পানির কেউ ব্যবস্থা না নিলে শেষমেষ প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন তিনি। এই বিষয়ে জলের কোম্পানির বক্তব্য জানার জন্য পানীয় জলের বোতলের গায়ে দেওয়া নম্বরে ফোন করলে কোন উত্তর মেলে নি।


Like Us On Facebook