.
কোয়ার্টার দুর্নীতিসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শোনপুর বাজারি প্রোজেক্টের জেনারেল ম্যানেজার ও পার্সোনাল ম্যানেজারকে ঘিরে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলে। এবং কোল ট্রানস্পর্টিং কিছুক্ষণের জন্য বন্ধ রেখে দেওয়া হয়। বেশ কিছুক্ষণ বিক্ষোভ কর্মসূচি চলার পর জিএমের আশ্বাসে বিক্ষোভ ওঠে। শোনপুর বাজারি এইচএমএস-এর এরিয়া সেক্রেটারি শিবনাথ ঘোষ বলেন, ‘কোয়ার্টার নিয়ে দুর্নীতির জেরে শ্রমিকরা কোয়ার্টার পাচ্ছেন না আর বাইরের সাধারণ লোক কোয়ার্টারে বসবাস করছেন। এই কোয়ার্টার দুর্নীতির সাথে ম্যানেজমেন্ট পরোক্ষভাবে যুক্ত। ম্যানেজমেন্ট এই কর্মকাণ্ড থেকে বিরত না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। বারবার ম্যানেজমেন্টকে জানানো সত্ত্বেও কোন সুরাহা হয়নি তাই আমাদের এই বিক্ষোভ প্রদর্শন।’
Like Us On Facebook