অন্ডালের বহুলা পোস্ট অফিস থেকে গ্রাহক পরিষেবা না পাওয়ার অভিযোগে গ্রাহকরা শুক্রবার সকালে পোস্ট অফিসের কর্মীদের পোস্ট অফিস থেকে বের করে দিয়ে পোস্ট অফিসে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ দেখান। খবর পেয়ে অন্ডাল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশের চেষ্টায় ঘন্টা দুয়েক পর ফের পোস্ট অফিসের স্বাভাবিক কাজকর্ম চালু হয়। এই ঘটনায় বহুলা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

গ্রাহকদের অভিযোগ, বহুলা পোস্ট অফিসে দীর্ঘদিন ধরেই ইন্টারনেট লিংক নেই। পাশবই প্রিন্ট হয় না। আধার কার্ডের মেশিন থাকলেও কোন কাজ হয় না। কোন জরুরি কাজকর্ম করতে গেলে পরিষেবা পায় না গ্রাহকরা বলে অভিযোগ। অথচ এই পোস্ট অফিসের উপর নির্ভরশীল এলাকার সমস্ত মানুষ। শুক্রবার সকালে বহুলা পোস্ট অফিসের বহু গ্রাহক একত্রিত হয়ে অবিলম্বে গ্রাহক পরিষেবা স্বাভাবিক করার দাবিতে পোস্ট অফিসের কর্মীদের পোস্ট অফিস থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান হয় বলে জানান পোস্ট অফিসের গ্রাহকরা।

Like Us On Facebook