কাঁকসার নাবালিকা ধর্ষণের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে কাঁকসা থানার আইসি’র সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপির রাজ্যস্তরের তিন শীর্ষ নেত্রী রাজকুমারি কেশরী, কৃষ্ণা ভট্টাচার্য্য ও মৌসুমী বিশ্বাস। বিজেপির রাজ্য তিন সহ সভানেত্রীর প্রতিনিধিদল কাঁকসা থানার আইসি সন্দীপ চট্টোপাধ্যায়ের সঙ্গে দোষীদের উপযুক্ত শাস্তি ও নিরপরাধদের ছেড়ে দেবার জন্য দরবার করলেন বুধবার। প্রতিনিধি দলে জেলার শীর্ষ নেতা অনল বিশ্বাস, রমন শর্ম্মা সহ অনেক বিজেপি নেতা কর্মী তিন রাজ্যনেত্রীর সঙ্গে কাঁকসা থানা ও নবগ্রামে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন। প্রতিনিধিদলের সঙ্গে নির্যাতিতার সাক্ষাৎ না হলেও নির্যাতিতার মা সব কথা খুলে বলেন। রাজ্যনেত্রীরা নাবালিকার নির্যাতনের সব কথা শুনে পরে তা লিখিত রির্পোট রাজ্য কমিটির কাছে জমা দেবে দলীয় সূত্রে বলে জানা গেছে। বিজেপির রাজ্য তিন সহ সভানেত্রী রাজকুমারি কেশরী ,কৃষ্ণা ভট্টাচার্য্য ও মৌসুমী বিশ্বাস নাবালিকার নির্যাতনের ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে সরব হন একই সঙ্গে দোষীদের শাসকদল ও পুলিশ যৌথ ভাবে আড়াল করার চেষ্টার তীব্র নিন্দা করেন এদিন।
উল্লেখ্য ১০ মে কাঁকসার নবগ্রামে এক নাবালিকা মাঠে কাঠ আনতে গিয়ে ধর্ষনের শিকার হয়। দোষীরা শাসকদলের ছত্রছায়ায় থাকায় নাবালিকার অভিযোগ পুলিশ প্রথমে নিতে অস্বীকার করলেও চাপে পড়ে পরে অভিযোগ নেয় বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের। দোষী অপরাধ আড়াল করতে নিজেই নিজের দোকানে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। দোকানে আগুন ধরিয়ে দেওয়ার পাল্টা অভিযোগ দায়ের করে অভিযুক্ত নিজেই। পুলিশ ধর্ষণে অভিযুক্ত সহ অভিযুক্তের দোকান পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নির্যাতিতার পরিবারের ১৭ জনকে গ্রেপ্তার করে আদালতে তোলে।