১১ ডিসেম্বর দুর্গাপুরের কাঁকসায় রঘুনাথপুর মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাকে ঘিরে প্রশাসন ও তৃণমূল কংগ্রেসের দলীয় স্তরে জোর প্রস্তুতি চলছে। এদিন প্রশাসনিক কর্মকর্তারা যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার সাফল্যের জন্য রঘুনাথপুরে প্রশাসনিক বৈঠকে বসেন তেমনই তৃণমূল নেতৃত্ব স্থানীয় দলীয় কর্মীদের সঙ্গে সভার প্রস্তুতি, প্রচার নিয়েও একপ্রস্থ আলোচনা সারেন রঘুনাথপুর মাঠে।
শুক্রবার এই দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ সুনীল মন্ডল, বিধায়ক অলোক মাঝি, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি শিবদাসন দাসু, কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী, দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় সহ দুর্গাপুর শিল্পাঞ্চল তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ ও তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা।
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ১১ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে রঘুনাথপুরের মাঠে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা-মাটি-মানুষের একজন প্রতিনিধি, তাই কাঁকসার প্রত্যন্ত গ্রামের মানুষের উন্নয়ন ঘটাতে এবার গ্রামের মধ্যে সভা করছেন। স্বপনবাবুর দাবি এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক গুচ্ছ উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন করবেন ১১ ডিসেম্বর এই রঘুনাথপুর মাঠের সভা় থেকে।