সৎসঙ্গ বিহার দেওঘর আশ্রমের প্রধান আচার্যদেব শ্রীশ্রী দাদা ঠাকুর অশোক রঞ্জন চক্রবর্তী দুর্গাপুরের মিশন হাসপাতালে বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শ্রীশ্রী দাদা ঠাকুর অশোক রঞ্জন চক্রবর্তী ঠাকুর অনুকূল চন্দ্রের পৌত্র। দাদা ঠাকুরের মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক বার্তায় জানান, শ্রীশ্রী দাদা অশোক রঞ্জন চক্রবর্তীর মৃত্যুতে আধ্যাত্মিক জগতের অপূরণীয় ক্ষতি হল। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রীও শোক বার্তা পাঠান। জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্রীশ্রী দাদা ঠাকুর অশোক রঞ্জন চক্রবর্তী শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মিশন হাসপাতালে ভর্তি ছিলেন চিকিৎসার জন্য। বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাষ্ট্রীয় মর্যাদায় দুর্গাপুরের আশ্রমে শেষকৃত্য সম্পন্ন হল। প্রচুর অনুগামীর সমাগম হয় দুর্গাপুরের আশ্রমে। ঝাড়খণ্ডে র দেওঘরে অনুকূল ঠাকুরের আশ্রমেই থাকতেন তিনি। গত দুমাস ধরে দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল মিশন হাসপাতালে যকৃতের অসুখের চিকিৎসার জন্য ভর্তি ছিলেন। বৃহস্পতিবার সকাল নটা চল্লিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। মৃত্যুর পর আর দেওঘরে মৃতদেহ না পাঠিয়ে দুর্গাপুরের শ্যামপুরের আশ্রমে শেষকৃত্যের সিদ্ধান্ত হয়। শেষকৃত্যে হাজির ছিলেন মন্ত্রী মলয় ঘটক, জেলাশাসক ও দুর্গাপুরের নগর নিগমের প্রতিনিধিরা।