শুক্রবার পূর্ব বর্ধমানের গলসি হাইস্কুল মাঠে আয়োজিত দলীয় সভায় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় তিনি ছাড়াও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক, কৃষি প্রতিমন্ত্রী অসীমা পাত্র, প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ সহ পূর্ব ও পশ্চিম বর্ধমানের সাংসদ, বিধায়ক ও অন্যান্য জনপ্রতিনিধিরা।

এদিনের সভায় বিজেপিক কটাক্ষ করে অভিষেক বলেন, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের বিভিন্ন মন্দির ঢেলে সাজিয়ে দিয়েছেন আবার মুসলিমদের জন্যও নানান উন্নয়নমূলক কাজ করেছেন। রামের নাম নিয়ে যারা বাংলাকে ভাগ করতে চাইছেন তাদের স্বপ্ন সফল হবেনা। ২০১৪ সালে যে গোরু দুধ দিয়েছিল, ২০১৯-এ সেই গোরুই ওদের মুখে গোবর লেপে দেবে। রথযাত্রার নামে বিজেপি নেতাদের বিলাসবহুল বাসে যাত্রাকে এদিন তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধয়ায়। গলসি হাইস্কুল মাঠে এদিনের সভায় ব্যাপক জনসমাগম হয়।



Like Us On Facebook