শুক্রবার সন্ধ্যায় বর্ধমান শহরের ২৩ নং ওয়ার্ডের আঁজিরবাগান এলাকায় প্রথমে একটি বস্তার গোডাউনে আগুন লাগে। পরে আরও ৪টি গোডাউনে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। কি থেকে আগুন লাগে তা পরিষ্কার না হলেও ওই গোডাউন সংলগ্ন বেশ কয়েকটি ঘরেও আগুন লাগে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যা নাগাদ আচমকা আগুন দেখতে পান এলাকার বাসিন্দারা। গোডাউনে প্রচুর পরিমাণে বস্তা মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। খবর পেয়ে প্রথমে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে আরও ৪টি ইঞ্জিন এসে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনে। প্রাথমিকভাবে জানা গেছে, ৫টি গোডাউনে প্রায় ৩ লক্ষাধিক বস্তা পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় আগুন নেভাতে গিয়ে প্রায় কয়েকজন স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন।


Like Us On Facebook