রবিবার সকালে কাঁকসা থানা সংলগ্ন অভিনন্দন দুর্গা পুজো কমিটি খুঁটি পুজোর মাধ্যমে তাঁদের দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করল। এদিন খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুনীল কুমার মন্ডল। সাংসদ সুনীল কুমার মন্ডল জানিয়েছেন, গত বছর থেকে তাঁরা দুর্গাপুজো শুরু করেন। কিন্ত এই বছর করোনার জন্য সমস্ত প্রশাসনিক নিয়ম মেনে নিয়ম রক্ষার জন্য পুজো করছেন তাঁরা। পুজো ছাড়া বাতিল করা হয়েছে সমস্ত অনুষ্ঠান।

এদিন খুঁটি পুজো উপলক্ষে এলাকার বাসিন্দাদের ৫০টি চারা গাছ বিতরণ করেন সাংসদ। পুজো কমিটির সেক্রেটারি প্রণব শেঠ জানিয়েছেন, নিয়ম রক্ষার জন্যই এবছর তাঁরা পুজো করছেন ঠিকই, তবে সমস্ত নিয়ম মেনেই পুজো হবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তাঁরা এলাকার মানুষের বৃক্ষ রোপণের প্রতি উৎসাহ বাড়াতে পুজো কমিটির পক্ষ থেকে চার গাছ বিতরণ করেন।

Like Us On Facebook